মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়িকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসায়ী কেএম মাসুদ করিম টিটু বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-১১৩২, তারিখ-২৪.৮.২০২৩।
টিটু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার পরিবেশক। কেএম মাসুদ করিম টিটু বলেন, মোবাইল ফোনে এক ব্যাক্তি তাকে ৩টি গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এর পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনার সাথে স্থানীয় এক ছাত্র নেতার হাত রয়েছে বলে দাবি করেছেন টিটু। বিশিষ্ট ব্যবসায়ী কেএম মাসুদ করিম টিটু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিসহ মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনার মোরেলগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ বিটিসি নিউজকে বলেন,
অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশের একটি দল কয়েকজনকে নজরদারিতে রেখেছে। প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে।