বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পোর্টথানা পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৪)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় পুলিশ জানায়,বেনাপোল পোর্টথানার বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগান অভিযান পরিচালনা করে ফেন্সিডিলের চালানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।