বিশেষ কায়দায় গাঁজা সংরক্ষণ র্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী নারী
Update Time :
Thursday, July 27, 2023
268 Time View
নাসিমুল গণি সুজন, বিশেষ প্রতিনিধি: বসত বাড়ির রান্না ঘরের মাঝে মাটিতে গর্ত করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪২ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
বৃহস্পতিবার ২৭ জুলাই ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন বাহাদুরপুর এলাকায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি অপারেশন দল। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মান্দা থানার শামুকখোল এলাকার শ্রী নিতাই এর স্ত্রী জয়ন্তী রানী।
র্যাব-৫ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। উল্লেখ্য আসামির বাড়ি বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদক রাখার গোডাউন হিসেবেও ব্যবহৃত হচ্ছিল । তার বিরুদ্ধে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।