বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীর ফেমেলি টাকা আত্মসাতের করেন ইমাম উদ্দিন ইসমাইল নামের এক যুবক
Update Time :
Tuesday, January 23, 2024
84 Time View
তোফাজ্জল হোসেন,চট্টগ্রামমহানগরপ্রতিনিধি :চট্টগ্রাম মিরসরাই ইমাম উদ্দিন ইসমাইল নামের এক যুবকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এক যুবক। অভিযুক্ত মুরাদনগর ইউনিয়নের ডালপা গ্রামের, মিয়া বাড়ি, ইউনুস মেয়ে ফাতেহা আক্তার।
ওই যুবক অভিযোগ করে বলেন, প্রায় চার বছর ধরে ফাতেহা সাথে তাঁর প্রেমের সম্পর্ক আছি। একপর্যায়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় তার ফেমেলি। সেই সুযোগ নিয়ে ইমাম উদ্দিন ইসমাইল কাছে যুবতীর ও ফেমেলি সব সময় নানান সমস্যার কথা তুলে ধরে টাকা চাইতে থাকে। প্রবাসী থেকে যখন ইমাম উদ্দিন ইসমাইল আসে যুবতীর ফেমেলি কে বিয়ে প্রস্তাব পাঠান বলে। তারা রাজি হয় না হয়ে বরং হুমকি দিয়ে যাচ্ছে তার ভাই ও বোন। এমন কথা শুনান ওই ইমাম উদ্দিন ইসমাইল যুবক, একে একে সাড়ে চার লক্ষ টাকা দেন তার পরিবার কে।
তাঁদের ভাষ্য, এখন তাকে বিয়ে দিবে না বলে জানিয়ে দিয়েছে এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ইমাম উদ্দিন ইসমাইল হয় তাকে বিয়ে করবে, না হয় তার টাকা ফেরত দিবে বলে দাবি করেন ওই যুবক।
তবে অভিযোগ অস্বীকার করেন নাই তার পরিবার বলেন, এক হাতে তো আর তালি বাজেনা। তেমন কোনো কিছু না, সম্পর্ক ছিলো। তবে তারা টাকা দিবে না মেয়েও বলে দাবি করেন।
ইমাম উদ্দিন ইসমাইল বলেন, বিষয়টি তার পরিবার কাছে শুনে বসাবসি করে তারা সমাধান করবেন না বলে জানিয়েছেন।