বেনাপোল প্রতিনিধি: ২২৮ তম বিজিবি দিবস উপলক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তের শুন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত বিএসএফ সদস্যদের মধ্যে যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে । পরে বিএসএফ সদস্যদের মধ্যে মিস্টি ও ফুল উপহার দেওয়া হয়।
বুধবার বিকালে বেনাপোল সীমান্তের শুন্য রেখায় এ আয়োজন করে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি।
এসময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল আহমেদ জামিল, অপারেশনাল পরিচালক লে. কর্নেল আনোয়ারুল মাজাহার, সহকারি পরিচালক মোহাম্মদ মুজাহিদ। ভারতের পক্ষে ছিলেন, ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফের টু আই সি অলোক কুমার, ডিসি অবিনাস কুমার