1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে জনগণ : এমপি এনামুল হক - dailybanglarpotro
  • December 14, 2024, 12:11 am

শিরোনামঃ
Riport md Salman khan আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও খোলা তেল বিক্রির প্রতিবাদে ক্যাবের উদ্যোগে ময়মনসিংহে মানববন্ধন ও র‍্যালি এবং ডিসির মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি ভালুকায় বিরোধপূর্ণ জমির ধান বিক্রির অভিযোগ তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার শুভ উদ্বোধন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)’র নতুন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা রাজশাহীর দূর্গাপুরে সরকারি জলাশয় দখলের অভিযোগ বাঘায় গলাকাটা মরদেহ উদ্ধার করেন পুলিশ 

বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে জনগণ : এমপি এনামুল হক

  • Update Time : Sunday, June 25, 2023
  • 378 Time View
শেখ শিবলী, ব্যুরোঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সদস্য এমপি এনামুল হক বলেছেন। বাগমারা তথা বিএনপির আমলে নির্যাতনের কথা ভুলে যায়নি। বিএনপি, এদেশের জনগণকে উন্নয়নের পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে আগুন জ্বালাপুড়াও উপহার দিয়েছিল। বিএনপির মূলত টার্গেট ছিলো সন্ত্রাসী কর্মকান্ড। জনগণ আর বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখে না। ক্ষমতাশীল আওয়ামী লীগ, দীর্ঘ মেয়াদী উন্নয়নের জোয়ারে সারাদেশের চিত্র ব্যাপকহারে পরিবর্তন হয়েছে। দেশের জেলা উপজেলার গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট এখন পাকাকরণ করা হয়েছে। জনগণ পরিবার মিলে সুখে শান্তিতে আছে।
মানুষ এখন আর সন্ত্রাসীর সময়ে ফিরে যেতে চাই না। বাঙালির জাতিরপিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই অল্প সময়ের ব্যবধানে উন্নয়নে এদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে দিয়েছে। কোনদিন জনগণের ভাগ্য নিয়ে আওয়ামী লীগ সরকার ছিনিমিনি খেলে না। বিএনপি যখনই ক্ষমতায় আসে সন্ত্রাসী কর্মকান্ডে জ্বালাও পুড়াও কাজে লিপ্ত থাকে। তৃণমূলের আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাবে। বিগত তিনটি নির্বাচনে বাংলার জনগণ বিএনপিকে বুঝিয়ে দিয়েছে।
বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চাইনা জনগণ, তৃণমূল আওয়ামী লীগের প্রাণ তৃণমূল আওয়ামী লীগ যতদিন সুসংগঠিত থাকবে ততদিন কোন অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না। বিএনপির আমলে বাগমারা ছিল রক্তাক্ত জনপদ। ওই সময় বাগমারার মানুষ দিনের বেলাতেও চলাচল করতে পারতো না। সেই বাগমারা এখন উন্নত ও সমৃদ্ধ। উপজেলার প্রতিনি প্রান্তে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ, সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের গতি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আছে বলে দেশের লাখ লাখ মানুষে বিভিন্ন সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে। প্রতিমাসে মায়েদের একাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে সরকার। শনিবার বেলা ১১ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করলে জাতির জনকের আদর্শ মেনে চলতে হবে। সংগঠন করলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে দলের নাম ভাঙ্গিয়ে কারা নিজের উন্নয়নে ব্যস্ত। আওয়ামী লীগের পরিচয় দিতে চাইলে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। বাগমারার প্রতিটি উন্নয়নে ইঞ্জিনিয়ার এনামুল হকের অবদান রয়েছে। এমপি এনামুল হকের কারনে বাগমারা আজ শান্তির জনপদ।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, আহসান হাবিব, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ জেলা. উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড ও গ্রাম কমিটির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category