নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে শিলা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মুরদের (৩৫) বিরুদ্ধে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়নের কারিগর পাড়ায় এই ঘটনা ঘটে।
শিলা খাতুন ওই এলাকার মুরদের স্ত্রী। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকবছর আগে শিলাকে নিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া হয় মুরাদের। তখন মুরাদ তার বাবাকে হত্যা করেন। পরে বাবা হত্যা মামলায় তিনি তিন বছর জেলে ছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেন। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে তিনি তার স্ত্রীর গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করেন।
মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলে, নদীতে মিললো মরদেহ
ওসি আরও বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে