1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
বাঘায় শোক সভায় বৃষ্টিতে ভিজে নেতা-কর্মী, আবেগ আপ্লুত পররাষ্ট্র প্রতিমন্ত্রী - dailybanglarpotro
  • September 18, 2024, 1:34 am

শিরোনামঃ
সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: শ্রম উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম রুবেল বলেন আমার হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর আমরা তারই অনুসরণকারী মোহনপুরে উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় ১২ ঘন্টায় চোর আটক, মালামাল উদ্ধার রাজশাহীতে আদিবাসী নারীকে গলা কেটে হত্যা আল্লাহর গোলামী প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বৈষম্য চলতেই থাকবে: মুজিবুর রহমান রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার রাজশাহীতে টাকা লেনদেন করাকে কেন্দ্র করে সংঘর্ষ আদালতে মামলা ,নিরপরাধ ব্যক্তি জেলে রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা ছাত্র আন্দোলনে দু’হাতে ২ পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার মরহুম জয়নাল আবেদীন স্যারের কবর যিয়ারতে ছাত্রবৃন্দরা

বাঘায় শোক সভায় বৃষ্টিতে ভিজে নেতা-কর্মী, আবেগ আপ্লুত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Update Time : Friday, August 25, 2023
  • 318 Time View

মুক্তার মাহমুদ, রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ পরিবারের সকল শহীদের স্মরণে রাজশাহীর বাঘায় আয়োজিত শোক সভায় বৈরী আবহাওয়াতেও জনতার ঢল লক্ষ্য করা গেছে। বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল এ শোক সভা জনসমাবেশে রূপ লাভ করে। বৃষ্টির মধ্যেও হাজার হাজার নারী-পুরুষ এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে মিছিল নিয়ে শোকসভায় অংশগ্রহণ করে।

শুক্রবার (২৫ আগষ্ট) বিকেল ৪ টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আড়ানী মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুইটি পৌর সভা ও ৭টি ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা এসে অনুষ্ঠানে অংশ নেন। শোক দিবস হলেও এ অনুষ্ঠান জনসভায় পরিণত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.হাছান মাহমুদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি বেগম আক্তার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তানোর-গোদাগাড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন এমপি, সংসদ সদস্য( সংরক্ষিত নারী আসন – ৩৭) এ্যাড.আদিবা আনজুম মিতা এমপি।

উক্ত শোক সভায় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।

বৃষ্টিতে ভিজে শোক সভায় অংশগ্রহণ কারী নেতা-কর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।

উল্লেখ্য, শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে (৩১ জুলাই রাত্রি ১২ টায়) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে ছাত্রলীগ। এরপর ১৫ আগষ্ট বাঘা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন, এরপর বিকেলে বাঘা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ আগষ্ট উপজেলার কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরের দিন ১৯ আগষ্ট আব্দুল গণি কলেজ মাঠে গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category