তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টি’র উপজেলা শাখার আহবায়ক হাসান আলী সোহেল’র সভাপতিত্বে ও সদস্য শরিফুল ইসলাম দীপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক মুহা. আমিরুল ইসলাম নুর।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু ও পার্টির নেতা নাজু আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মুহা. আমিরুল ইসলাম নুর বলেন, সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ চলবে বলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পত্রে বলা হলেও আজ এটি কেউ মান্য করছেন না। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ কোন দলের মধ্যেই এর চর্চা নেই। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবার ও গোষ্ঠী কেন্দ্রিক। সেখানে চলে তাদের জমিদারী ব্যবস্থা, তাতে গনতন্ত্রের বালাই নেই। তাই আমরা এবি পার্টি নামে এমন একটি রাজনৈতিক দল গঠন করেছি যাতে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর ভিত্তিতে একটি গনতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।