আশিক ইসলাম,বাগমারাঃ রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ মোয়াজ্জেম হোসেন কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরা প্রতিদিনের হাটগাঙ্গোপাড়া প্রতিনিধি আবু বকর সরকার,হাটগাঙ্গাপাড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক রাজশাহী’র বাগমারা উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন
হাটগাঙ্গাপাড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলোর বাগমারা উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম,হাটগাঙ্গেপাড়া মডেল প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও দৈনিক রাজবার্তার বাগমারা উপজেলা প্রতিনিধি রমজান আলী সরদার,আলমগীর হোসেন (মটু), সাজু মাহমুদ, আশিক ইসলাম,আবু রায়হান সরকার, আপেল মাহমুদ রাঙ্গা, মাহাবুব মনি সহ প্রমূখ।
এ সময় হাটগাঙ্গাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, বাগমারার হাটগাঙ্গোপাড়া এলাকায় কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং আইন শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে পুলিশ। পরিশেষে সকলের সহোযোগিতা কামনা করেন তিনি।