বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় মাদারীগঞ্জে সাফিক্স প্রি- কিন্ডারগার্টেন স্কুলে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার শাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকির হোসেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে মাঝে বক্তব্য রাখেন গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইজি লাইফ ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক রজব আলী খোন্দকার শিমুল,সহকারী অধ্যাপক সামসুজজোহা সরকার বাদশা প্রমুখ।
উল্লেখ্য চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৯০ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।