বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় শ্রীপুর ও গোয়ালকান্দি ইউনিয়নে স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অরপদিকে ২৬ আগস্ট শনিবার বিকাল ৩ টায় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নির্দিষ্ট সময় আসার আগেই জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান ঘিরে দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গেইট নির্মাণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে গেইট গুলো নির্মাণ করা হয়েছে। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও প্রস্তুতি মিটিং করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিটি শোক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।