বাগমারা প্রতিনিধি:রাজশাহীর বাগমারায় বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসমাইল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুম ইসমাইল হোসেনের বাড়ি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লায়। মরহুম ইসমাইল হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম এ্যাড. আবু সাইদ এর ছোট ভাই। সেই সাথে তিনি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের ভাতিজা। দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন ইসমাইল হোসেন।
মরহুম ইসমাইল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।