আশিক ইসলাম বাগমারাঃ ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল,মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার মধ্যেদৌলতপুর সালেহা ইমারত প্রাথমিক বিদ্যালয়ে জাহাঙ্গীর আলমের উদ্যোগে পা গলি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ ঘটিকার সময় প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় দুটি দল অংশগ্রহণ করেন। তারা হলেন ইমতিয়াজ আলী দল বনাম শ্রী লিটন সাহার দল। খেলায় ইমতিয়াজ এর দল ১-০ গোলে লিটন সাহার দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনের সঞ্চালনায় ও খেলার প্রধান আয়োজক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শ্রী সুকমল কুমার ।
বিশেষ অতিথি ছিলেন,মকছেদ আলী,এরশাদ আলী,মোবারক হোসেন,জাহিদুল ইসলাম,বিরাজুল,বুলবুল হোসেন,প্রমূখ।
উক্ত খেলায় প্রধান রেফারীর দায়িত্ব্য পালন জোনাব আলী,ডা.মহাসিন আলী ও আঃজলিল।