1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
বাগমারায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপি রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন - dailybanglarpotro
  • November 13, 2024, 5:53 am

শিরোনামঃ
বাংলাদেশ বার কাউন্সিলের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের আমরণ অবস্থান কর্মসূচি আরডিএ‌’র নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি ব্যাংক কর্মকর্তার ভুবন নির্মাণ রাজশাহীতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর বাঁচার আকুতি জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাঘায় বিএনপির র‍্যালী ও আলোচনা সভা মিস্ত্রির হুমকিতে বাড়িওয়ালার সংবাদ সম্মেলন আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ  গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক্সপোজার ভিজিট সম্পন্ন

বাগমারায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপি রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন

  • Update Time : Sunday, August 13, 2023
  • 232 Time View

আশিক ইসলাম,বাগমারাঃ রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকশই উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। প্রশিক্ষণের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল।

এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু।

দুইদিন ব্যাপি মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকশই উন্নয়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক রিনা খাতুন, সদস্য আশরাফুল ইসলাম, দুরুলহুদা, খন্দকার শাহীদা আলম, রফিকুল ইসলাম, আকবর আলী, সমরেশ কুমার সরকার, নাদিরুজ্জামান মিলন, শাহাজাহান আলী, সহ বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য, সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী এবং তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আরিফ।

ওয়েভ ফাউন্ডেশন এর বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার পাশাপাশি বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে আসছে। কাউকে পিছনে ফেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় লক্ষ্যে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন। সেই সাথে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের সকল পর্যায়ে সদস্যদের সতেজীকরণ ও শক্তিশালী স্থানীয় জনমত গঠন এবং এডভোকেসি উদ্যোগে সমর্থন ও সহায়তা করা। সুশাসন প্রতিষ্ঠা করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি। আর্থিক ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর দায়বদ্ধতা সৃষ্টি করা। পাশাপাশি জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিমালা ও এর চর্চা বিষয়ক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category