বাগমারা প্রতিনিধি: বাগমারাবাসীসহ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি এক বিবৃতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে এসেছে মাহে রহমান। সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে যেন একটি মাস অতিবাহিত করি সবাই। এই বারতা সবার প্রতি। ধর্মীয় সকল নিয়ম যেন সবাই পালন করতে পারি। পবিত্র মাহে রমজানে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে আমরা যেন ইফতার করি। রোজা মানুষের আত্মাকে শুদ্ধ করে।
সেই সাথে পবিত্র মাহে রমজান একে অন্যের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে। মাহে রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধশালী বাংলাদেশ এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামে হিংসা-বিদ্বেষ ও হানাহানির কোনও স্থান নেই। ইসলামের এই বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।