নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় শহর রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দু’দিনের ব্যস্ত সময়ে অতিবাহিত করেছেন বিএইচবিএফসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে শহরটিতে কর্পোরেশনের নিজস্ব জমিতে আধুনিক বহুতল ভবন নির্মাণের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পরিচালনা পর্ষদের ৫২৮ তম সভাটি অনুষ্ঠিত হয়। গতই ৩০ সেপ্টেম্বর রাজশাহী জোনাল অফিসে বিএইচবিএফসির পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক ও অন্যতম পরিচালক জনাব মো. আব্দুল মান্নান এবং অপর দু’জন পরিচালক যথাক্রমে জনাব অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাছিমা আকতার উপস্থিতও উপব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী এবং মহাব্যবস্থাপক জনাব মো. খাইরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর, শুক্রবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজশাহী প্রধান শাখা অফিসের সম্মানিত ঋণ গ্রহীতা, ঋণ ও সেবা প্রত্যাশী নাগরিক এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের জন্য আয়োজিত ‘সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব আবাসন নির্মাণ অর্থায়ন’ বিষয়ক এক লার্নিং প্রোগ্রামে বিভিন্ন সেশন পরিচালনা করেন। এছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সময়কালে রাজশাহী জোনের আওতাধীন শাখা অফিস সমূহের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা গ্রহীতা ও সর্বস্তরের জনগণের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।