1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস, মহিলা ভাইস চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতার ১ - dailybanglarpotro
  • January 14, 2025, 2:00 pm

ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস, মহিলা ভাইস চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতার ১

  • Update Time : Saturday, August 19, 2023
  • 243 Time View

মো: ইয়ামিন হাসান শুভ, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৫ আগস্ট নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট ও পোস্টে মন্তব্য করায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব। মামলা দায়েরের পর পোস্টদাতা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫), পোস্টদাতা উপজেলার দলদলি ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে ও সাবেক ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা (২৯), মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল (২৮), হোসেন ভিটা এলাকার আব্দুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম (৩১), খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী (২৬)।

ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব জানান,

সোহেল রানা গত ১৫ আগস্ট ফেসবুকে জাতীয় শোক দিবস নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। বাকি আসামিরা তার পোস্টে মন্তব্য করেছেন। এর প্রেক্ষিতে তাদের আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

মোঃ আহসান হাবীব সাধারণ সম্পাদক ভোলাহাট উপজেলা ছাত্রলীগ, ভোলাহাট থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, মামলা দায়েরের পর পোস্টদাতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যানের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category