1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ফাটাকেষ্টর ভূমিকায় ওসি! মুক্তি পাবে কি পুঠিয়াবাসি? - dailybanglarpotro
  • November 9, 2024, 10:31 pm

শিরোনামঃ
বাংলাদেশ বার কাউন্সিলের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের আমরণ অবস্থান কর্মসূচি আরডিএ‌’র নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি ব্যাংক কর্মকর্তার ভুবন নির্মাণ রাজশাহীতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর বাঁচার আকুতি জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাঘায় বিএনপির র‍্যালী ও আলোচনা সভা মিস্ত্রির হুমকিতে বাড়িওয়ালার সংবাদ সম্মেলন আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ  গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক্সপোজার ভিজিট সম্পন্ন

ফাটাকেষ্টর ভূমিকায় ওসি! মুক্তি পাবে কি পুঠিয়াবাসি?

  • Update Time : Monday, January 22, 2024
  • 156 Time View

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতণ, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ইভটিজিং কিশোরগঞ্জ বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সহ প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনা সহ জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুঠিয়ার ধোপাপাড়া বাজারে  বিট পুলিশিং সমাবেশ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন পুঠিয়া থানা পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মহসিন আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশিং সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতণ, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সহ  এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার ও জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষেরা উপরোক্ত বিষয় নিয়ে নানান রকম মতামত দেয়। এবং উপরোক্ত বিষয়ের প্রতিকার চান।

মতবিনিময় কালে স্থানীয় শামসুল ইসলাম, আব্দুল মান্নান ও আব্দুস সাত্তার তারা মাদক চুরি ছিনতাই ও নানান রকম অপরাধের বিরুদ্ধে কথা বলেন। পাশাপাশি এসব অপরাধ থেকে এলাকাবাসীরা যেন মুক্ত থাকে তাই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় ও বিট পুলিশিং সমাবেশে সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান। ধোকড়াকুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মোঃ আহসানুল্লাহ। ধোপাপাড়া ডিগ্রী কলেজের অধ্যাপক, মোহাম্মদ আলী। আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান। আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী। শামসুল ইসলাম, (সাবেক) সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মতিউর রহমান (মন্টু), প্রধান শিক্ষক ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়। নাসির উদ্দিন, শিক্ষক। ইমাম আবু হানিফা, শিক্ষক। আব্দুর রাজ্জাক, শিক্ষক। ইমাম আলী, শরিফ, আমজাদ হোসেন, আজম (কোটা), আলম, মুক্তার হোসেন, তসলিম মিস্ত্রি, সালাউদ্দিন, আব্দুর রহিম, আলতাফ হোসেন, জুয়েল আহমেদ, তুফান সহ পুঠিয়া থানার এসআই আব্দুল আলীম, এসআই ফিরোজ আহমেদ, এএসআই আবুবক্কর সিদ্দিক সহ থানা ও এলাকার আরো বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর ইসলাম বলেন, আজ থেকে এই এলাকায় চুরি-ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতণ, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ইভটিজিং কিশোর গ্যাং বাল্যবিবাহ ও যৌতুকের, ঘুম, দুর্নীতি, সুদ ব্যবসা অপরাধ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) ঘোষণা করা হলো। এ ধরনের কোন অপরাধ দেখলে আমাদের নাম্বারে ফোন দিয়ে অবশ্যই জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। একই সাথে তিনি ধোপাপাড়া ঐ এলাকার সাধারণ মানুষের মতামত শোনেন ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category