মোহাম্মদ আরমান চৌধুরী বিশেষ প্রতিবেদন:কানাইঘাট উপজেলার ৮ নং জিঙ্গাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামে গতকাল সন্ধ্যা সাত ঘটিকায় সময় নারায়ণপুর গ্রামের নুর আহমদ ওরফে (আলী আহমদের) ছেলে মাজেদুল হাসান রাহি (১৭) বোরহান উদ্দিন এর ছেলে শাহীন আহমদ (১৮) তারা দুজন একে অপরের প্রতিবেশী দুজন গুরুত্ব আহত হন।
আলি আহমদের স্ত্রী জানান তিনি নামাজ পড়ে জায়নামাজে বসা অবস্থায় রসুলপুর (খলা) গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে নাসির উদ্দিন রুমিয়ে প্রবেশ করে উনার মুখে গলায় চেপে ধরেন এবং স্বর্ণালংকার বের করে দিতে বলে।
উনার চিৎকার চেছামেচিয়ে উপস্থিত বাড়ির লোকজন রুমে নাসির উদ্দিনকে আটক করে। অসাবধানতা বসত কোন একজন মহিলা দরজা খুললে পুরুষ শূন্যতার কারণে নাসির পালিয়ে যায় বলে জানিয়েছেন আলী আহমদ এর স্ত্রী।
নাসির উদ্দিন এর মা বলছেন আলী আহমদ এর মেয়ের সাথে নাসিরের প্রেম ছিল।তারই সূত্রপাতে নাসির দেখা করতে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই খানে যাওয়ার সময় নাসিরের সাথে চাক্কু ছিল।নাসির পালিয়ে এসে ফোন যুগে শাহীন ও মাজেদুল হাসান রাহিকে হুমকি ও কটুক্ত বাসায় গালাগালি করে।
হুমকির প্রেক্ষিতে শাহীন ও মাজেদ আসলে মারাত্মক সংঘর্ষ হয় এতে মাজেদ ও শাহীন ছুরির আঘাতে গুরুতর আহত হন। স্থায়ী সূত্রে যানাযায় বর্তমানে ওসমানীম মেডিকেল শাহিন আহমদ (১৭) ও ভয় ঢাকা মেডিকেল শাহিন আহমদ (১৮)চিকিৎসাধীন আছেন।।