নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার ইয়েমেন শাখার হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এ কে এম সুফিউল আনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ সময় সুফিউল আনাম তার পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।
আল কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এনএসআই সুফিউল আনামকে উদ্ধার করে। এর আগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
পরে সাংবাদিকদের কাছে অপহরণের বিবরণ দেন সুফিউল আনাম। তিনি বলেন, ‘ভয়ংকর সন্ত্রাসীরা অপহরণ করার পর জীবন নিয়ে দেশে ফিরতে পারব, এটা ভাবতেও পারিনি। গত ১৮ মাস অত্যন্ত বিপৎসংকুল পরিবেশের মধ্যে ছিলাম। মনে হয়েছিল, যে কোনো মুহূর্তে সন্ত্রাসীরা আমাকে হত্যা করবে। ১ বছর ছয় মাস আগে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় আমাকে অপহরণ করা হয়। ইয়ামেনের চারজন সহযোগী ছিলেন। অবর্ণনীয় দিন কেটেছে। প্রতিটি দিনে ছিল মৃত্যুর ভয়। ভাষায় বর্ণনা করা যাবে না। তা কেবল সিনেমায় দেখা যায়।’
সন্ত্রাসীরা অপহরণকারীদের পাহাড়ে ও মরুভূমিতে রেখেছিল জানিয়ে সুফিউল বলেন, ‘সারাক্ষণ আমার চোখ বাঁধা ছিল। সন্ত্রাসীরা ১৮ বার আমার স্থান পরিবর্তন করে। এই সময় তারা আমাকে দশটি জায়গায় রেখেছিল। তবে ভাগ্য ভালো ছিল তারা নির্যাতন করেনি।’