প্রতিষ্ঠার ২১ বসর পড় তেঁতুলিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Update Time :
Saturday, July 22, 2023
278 Time View
মো: মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার যুব মহিলা লীগের প্রতিষ্ঠার ২১ বসর পড় তেঁতুলিয়ায় এই প্রথম বারের মতো উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
( ২১জুলাই) শুক্রবার সকালে কাজী শাহবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জেলা যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিন এ সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মালেকা ইয়াছমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শওকত আলী মিয়া , তেঁতুলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ সুরুজজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সোলেমান কবির ,সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি,আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ মাহমুদার রহমান মুন্না, ২নং তিরনই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ শাহ্ পরান,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রেজাউল করিম বিপ্লব,
তেঁতুলিয়া উপজেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখেন সাগরিকা চৌধুরী রুমা।
এসময় অতিথিরা জানান, আওয়ামী লীগের মহিলা অঙ্গ সংগঠনগুলোকে যত সক্রিয় করা যাবে নির্বাচনে মহিলা ভোটারদের ভোট সংগ্রহে ততোটা সুবিধা হবে। এ জন্য আগামী নির্বাচনের আগে প্রতিটি সংগঠনের পাশাপাশি মহিলা অঙ্গ সংগঠনগুলো সক্রিয় করতে হবে।