তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:বরিশালের বরগুনা জেলার ৮ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কালির তবক গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ফাতেমা প্রতারণার জাল বিছিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চিতেশ্বরী গ্রামের ছোমেদ আলীর প্রবাসী ছেলে সিকান্দার আলীর নিকট হতে ২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন মর্মে বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(১৫ই ডিসেম্বর-২৩) অভিযোগ সূত্রে জানা যায়,প্রবাসী সিকান্দার আলীকে ঐ মেয়ে ফাতেমা নিজেকে অবিবাহিত দাবি করে প্রেমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে বিকাশের মাধ্যমে প্রায় ২ লক্ষ ১২ হাজার টাকার মত টাকা আত্নসাৎ করে।পরে প্রবাসী সিকান্দার আলী খোঁজ খবর নিয়ে দেখেন তিনি বিবাহিত ও ছেলে মেয়ে আছে।তার পরে প্রতারক ফাতেমা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
এ বিষয়ে ফাতেমা হোয়াইট এ্যাপসের মাধ্যমে সাংবাদিকদের জানান,আমি তার সাথে রিলেশন করেছি সত্য,তার বউ ছেলে মেয়ে আছে তারা আমার সাথে কথা বলেছে আমি এর পর থেকে তার সাথে আর কথা বলি নাই।তবে টাকা লেনদেনের বিষয়টা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তি হীন।
তিনি আরও জানান যেহেতু সিকান্দার আলী আমার নামে আমার বরগুনা থানায় অভিযোগ করেছেন আমি আইনগত ভাবেই এর জবাব দিতে প্রস্তুত আছি,আইনের মাধ্যমেই সবকিছু সমাধান হবে।