1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - dailybanglarpotro
  • November 5, 2024, 6:43 pm

শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় হারুনসহ ১১ আসামি কারাগারে নওগাঁ সাতভাই চাম্পা ও পঞ্চ হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের বাঘায় ঔষধের দোকানে অভিযান! বাঘায় ইউএনও’র সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় রাজশাহীর গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ছাত্র আন্দোলনে নিহতরা দেশের সম্পদ,তাঁরা শহীদের মর্যাদা পাবেন নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে ২৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি হলেন আফিয়া আখতার মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া প্রবাসী শাহজাহানের লাশ শার্শায় নিজ গ্রামে দাফন চাঁপাইনবাবগঞ্জে চার নিকাহ্ রেজিস্ট্রারের নামে মামলা ময়মনসিংহে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আমিও জিততে চাই ক্যাম্পেইনে ”নাগরিক আকাঙ্খা” শীর্ষক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Update Time : Wednesday, July 3, 2024
  • 54 Time View

নিজস্ব প্রতিবেদক: আমি যথারীতি কোম্পানির সকল নীতিমালা মেনে পূর্বের কোম্পানি থেকে অব্যাহতি নিয়ে বর্তমানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত থেকে সংগঠন সম্প্রসারন করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছি। গণমাধ্যম এর প্রতি শ্রদ্ধাশীল, গণমাধ্যম সঠিক তথ্য উপস্থাপন করবে এটাই আশা করি কিন্তু

গত ২ জুলাই ২০২৪ ইং তারিখে “দৈনিক আমার সংবাদ” পত্রিকায় প্রথম পাতার হেড লাইন করে একটি সংবাদ প্রকাশিত হয় যাহার শিরোনাম “চট্টগ্রাম কেলেঙ্কারি’র মাস্টারমাইন্ড জসিম এখন এনআরবি লাইফে!”

ইতিপূর্বে ১৮ মে ২০২৪ ইং তারিখে “বাণিজ্য বাত্রা.নেট” (অনলাইন পোর্টাল) এ “যমুনা লাইফের গ্রাহক প্রতারণায় জড়িতরা কে কোথায় শিরোনামে” প্রতিবেদন প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট, যে সংবাদ প্রকাশ হয়েছে তথ্যভিত্তিক নয়। আমার মানহানি করার জন্য উদ্দেশ্য প্রণীত ভাবে একটি স্বার্থান্বেষী মহল এই প্রতিবেদনগুলো করাচ্ছে।

উল্লেখ্য, যমুনা লাইফের চট্টগ্রামের ঘটনাটি আদালতে নিষ্পত্তির জন্য মামলা চলমান রহিয়াছে। সিএমপি পাচলাইশ মডেল থানা মামলা নং-১৩, তাং-২২/০৯/২০২২ ইং (পেনাল কোড-১৮৬০)। যাহা স্থানীয় সংগঠন দ্বারা সংঘটিত হয়েছে, প্রকৃত দোষীদের বিষয়ে আদালত সিদ্ধান্ত গ্রহণ করিবে। উল্লেখ্য তৎকালীন কোম্পানি ও আইডিআরএ এর তদন্ত প্রতিবেদনেও আমার সম্পৃক্ততার তথ্য মেলেনি।

উক্ত ঘটনায় আমার কোন রকম সম্পৃক্ততা না থাকায় যমুনা লাইফও ছাড়পত্র প্রদান করিয়াছেন। যা বর্তমান কোম্পানিতে নিয়োগের সময় জমা দেয়া হয়েছে। অথচ উক্ত পত্রিকায় শিরোনামের নিচে এনআরবি ইসলামিক লাইফ- ‘প্রতারণার বিষয়ে জানা সত্ত্বেও নিয়োগ দিয়েছে এনআরবি’ সাব হেড লাইন করেছে, যাহাতে যমুনা লাইফ ও এনআরবি লাইফ কোম্পানিকেও প্রশ্নবিদ্ধ ও হেয় প্রতিপন্ন করেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

“দৈনিক আমার সংবাদ” ও “বাণিজ্য বার্তা.নেট” সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্যবিহীন। সরকারি আইনকে সম্মান করে আমি শাহাবাগ থানায় ২০ মে ২০২৪ ইং তারিখ অভিযোগ দায়ের করি যাহার নম্বর-১৯৬/২৪।

এমতাবস্থায় ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আমাকে সামাজিকভাবে ও কর্মস্থলে হেয় প্রতিপন্ন করে এক ধরনের বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে। যা আমার কর্মস্থলে কাজের গতিকে ব্যহত করছে এতে আমার মানহানি হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তাই যে কোন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই বাছাই করা বাঞ্ছনীয়।

অতিসত্বর এই বিষয়ে সঠিক সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় পরিবেশন করে সকল বিভ্রান্তি দূর করার অনুরোধ জানাচ্ছি।

মোহাম্মদ জসিম উদ্দিন
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
প্রধান কার্যালয়, ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category