নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় জিউপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই মার্চ) বিকেলে উপজেলার ধোপাপাড়া হাট চত্বর এলাকায় ওই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, মোঃ আব্দুল হাদী বাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা, এমপি (সাবেক) পুঠিয়া-দুর্গাপুর এর অধ্যাপক আবুল হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা ও আহবায়ক, রাজশাহী জেলা জাতীয় পার্টি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম, জাতীয় পার্টির সিনিয়র নেতা
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মাষ্টার, যুগ্ম আহবায়ক, রাজশাহী জেলা জাতীয় পার্টি। মোঃ এনামুল হক, আহবায়ক, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টি। মোঃ মহির উদ্দিন, শ্রমিক নেতা ও আহবায়ক, পুঠিয়া পৌরসভা জাতীয় পার্টি। এবং জেলা ও উপজেলার আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, এমপি (সাবেক) পুঠিয়া-দুর্গাপুর এর অধ্যাপক আবুল হোসেন বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন সাধন করেছে জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল পরিমাণ ভোটে তিনি নির্বাচিত হবেন এবং জাতীয় পার্টি সরকার গঠন করবে। তাই আপনারা অতীতে যেভাবে জাতীয় পার্টির সাথে ছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমানেও থাকবেন, তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন সাধন হবে। জাতীয় পার্টি সবসময় উন্নয়নে বিশ্বাসী।