ইমাম হোসাইন, রাজশাহী: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
এ সময় পুঠিয়া উপজেলার ২৬৫০ জন কৃষকদের মাঝে এই বীজ ও সার দেওয়া হয়। এদের মধ্যে ২৩০০ জনকে এক কেজি করে পাটের বীজ দেওয়া হয়। এছাড়াও ৩৫০ জন কৃষকের মাঝে দেওয়া হয় ৫ কেজি করে আউশ উফসি ধানের বীজ, পাশাপাশি ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক খুশি আর আনন্দ দেখা গেছে। কৃষকরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এমন ধারা অব্যাহত থাক চান কৃষকরা।
বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ডাক্তার মনসুর রহমান এমপি।
এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি. এম. হিরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। মোঃ জিলুর রহমান, চেয়ারম্যান ভালুকগাছী ইউনিয়ন পরিষদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন, নূরুল হাই মোহাম্মদ আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী। আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়া, রাজশাহী।