রাজশাহীর পুঠিয়ায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পুঠিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও পৌর এলাকার পীরগাছা বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মতবিনিময় কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিচারণ করে আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তেমনি যোগ্য পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম ফারুক, সাবেক মেয়র মোঃ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএ/