রকিবুল হাসান সনি, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪র্থ ধাপে ২৫৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে পুঠিয়া উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশের ৭ জেলা ও ১৫৯ টি উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন শেষে এ ঘোষণা দেন তিনি। পুঠিয়া উপজেলায় প্রথম ধাপে ৫৪ টি, দ্বিতীয় ধাপে ১১০টি, তৃতীয় ধাপে ১৮০ টি, ৪র্থ ধাপে ২৫৮ টি ও সর্বমোট ৫৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে পুঠিয়া উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন, নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার। আরাফাত আমান আজিজ, পুঠিয়া উপজেলার সহকারি (ভুমি) কমিশনার। অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ। আব্দুল বারী, অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) পুঠিয়া থানা। আব্দুল মতিন মুকুল ভাইস-চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। মৌসুমী রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। কামাল হোসেন, মেয়র (ভারপ্রাপ্ত) পুঠিয়া পৌরসভা। আশরাফ খান ঝন্টু, চেয়ারম্যান পুঠিয়া সদর ইউনিয়ন পরিষদ। সাজ্জাদ হোসেন মুকুল, চেয়ারম্যান শীলমাড়িয়া ইউনিয়ন পরিষদ। হোসনেয়ারা বেগম, চেয়ারম্যান জিউপাড়া ইউনিয়ন পরিষদ সহ উপজেলা প্রশাসনের আরও অনেক কর্মকর্তা কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
৫৯৮ টি ঘর ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে পুঠিয়া উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য যে, বিভিন্ন জায়গায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর বরাদ্দ নিয়ে নানান রকম কথা শোনা গেলেও রাজশাহীর এই পুঠিয়া উপজেলায় এখনো কোনো কথা শোনা যায়নি। কোনো রকম ঘুষ, দুর্নীতি ও অনিয়ম ছাড়াই উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ) এর তত্ত্বাবধানে গরিবদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এই ঘরগুলো সুন্দরভাবে তৈরি করে বিতরণ করা হয়েছে। প্রতিনিয়তই উপজেলা নির্বাহী অফিসার গরীব দুঃখী অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন। যার কারণে প্রশংসায় ভাসছেন এই উপজেলা নির্বাহী অফিসার।