রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা বাড়ীতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার
মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামে মাঝিপাড়ায় ঘটেছে।
অভিযোগের বিবরণে জানা গেছে, দুরামিঠিপুর গ্রামের মনিন্দ্র চন্দ্র
প্রায় ২ বছর পূর্বে ৪ শতক জমি ক্রয় বাবদ ১ লক্ষ ৬০ হাজার টাকা একই
গ্রামের সন্তোষ চন্দ্রকে বুঝিয়ে দেন। উক্ত জমি মনিন্দ্র চন্দ্রকে রেজিষ্ট্রি করে না দিয়ে দিনের পর দিন কালক্ষেপন করতে থাকেন। অপরদিকে উল্টো গ্রহীতাকে বেধড়ক মারপিট ও রক্তাক্ত জখম করে। অপরদিকে গত ১২ মার্চ দিবাগত রাতে কে বা কাহারা মনিন্দ্র চন্দ্রের বসতবাড়ীতে আগুন লাগিয়ে
দেয়। এতে ২টি ঘর, ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার
মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরের দিন গত ১৩ মার্চ পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে। এ ঘটনায় আবারও মনিন্দ্র চন্দ্র দাস বাদী হয়ে ৬ জনকে আসামী করে
পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার
এসআই সিরাজুল ইসলাম জানান, বিবাদমান জমি নিয়ে উভয় পক্ষের মাঝে
দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি তদন্ত
চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বর্ণিত বিবাদীদের বিরুদ্ধে
মারামারি ও ভাংচুরের ঘটনার বিষয়ে পীরগঞ্জ থানায় মামলা হওয়ার পরে, উক্ত বিবাদিরা এই আগুন লাগিয়ে বলে জানানো হয়।