রংপুর প্রতিনিধি:রংপুর পীরগঞ্জের চতরা ইউনিয়নের নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের নবীন বরন ও ২০২৩ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় উক্ত বিদ্যালয়ের সভাপতি সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, একাডেমী সুপার ভাইজার এ বি এম সাজেদুল বারী সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সংশিলিষ্টগন উপস্হিত ছিলেন।
এ সময়, বক্তারা বলেন আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা ফলাফল ও মানোন্নয়ন এ যত্নবান হওয়ার আহ্বান জানান এবং নবীনদের উক্ত প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রেখে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।