জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন চাওয়ার অনুরোধ করেছে এলাকাবাসীরা। পৌর যুবলীগের দীর্ঘ ১৮ বছরের প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান পৌর যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিপনকে।
বৃহস্পতিবার(২৪ আগস্ট) রাতে ইউনিয়নের আটুল গ্রামের এক বিশাল গোডাউন ঘরে এ প্রস্তাব সভা ও খোলা আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান শিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌর যুবলী (প্রস্তাবিত কমিটি) পাঁচবিবি পৌর শাখা। মোঃ আরিফ রব্বানী ইস্তি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ জয়পুরহাট জেলা শাখা। মোঃ নাজমুল হোসেন, সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাঁচবিবি পৌর শাখা।
অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক লোকজনের সম্মুখে, বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামবাসীর পক্ষ থেকে মোঃ হেলাল মন্ডল, মোঃ মোজাম মন্ডল, নুরুল ইসলাম, রিজভী, রিমন, সহ অনেকেই বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিঘাটা ইউনিয়নের চেয়ারম্যান শিপন হয়ে আসলে এলাকার উন্নতি সহ, মাদক, সন্ত্রাস, জঙ্গি ও চোরাকারবাড়ী সহ সকল ধরনের অপরাধ দমন করবে বলে বিশ্বস্ত তাদের এবং গ্রামবাসীর বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন ৪ নম্বর বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান শিপন।