মোঃ এনামুল: রাজশাহী জেলার পবা উপজেলা এলাকার ২ নং হুজুরীপাড়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড অঞ্চলের আফিনেপাল পাড়ার রাস্তার বেহাল দশা।এই রাস্তাটি দুলালের বাড়ি থেকে এনামুলের বাড়ি পর্যন্ত এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। একটু বৃষ্টি হলে মানুষের যাওয়া আসার খুবই কষ্ট হয় । অএ এলাকাবাসী আশরাফুল মেম্বার এর কাছে গেলে বলেন , আমি কি করতে পারি,আবার চেয়ারম্যান গোলাম মোস্তফা, ৬ নং ওয়ার্ডের দিকে কোন লক্ষ্য রাখেনা চেয়ারম্যান গোলাম মোস্তফা কে বললে বাজেট পাস হলে কাজ করে দেবে এ কথা বলে দিন অতিবাহিত করে আসছে। দুই তিন বছর হচ্ছে এভাবেই পড়ে আছে এই রাস্তার কাজ এখনো হয়নি এলাকাবাসীর একটাই দাবি যেন এ রাস্তাটি দ্রুত পাকা রাস্তা করা হয় তাহলে অত্র এলাকাবাসীর যাতায়াতের সুবিধাসহ অনেক উপকার হবে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে যেন রাস্তাটি দ্রুত পাকা রাস্তা করা হয়।