মো: মিজানুর রহমান মিন্টু স্টাফ রিপোর্টার:‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টম্বর) সকালে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যাগে এ পর্যটন দিবস পালিত হয়।
এতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মীগন অংশ গ্রহন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পরে উপজেলা হলরুমে এসে শেষ হয়।
শোভাযাত্রায় তেতুলিয়া সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন।উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান ডাবলু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তেতুলিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ও ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরতে -ই-খোদা মিলন ও
তেতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী এবং তেঁতুলিয়া ট্যুরিষ্ট পুলিশ ইনচার্জ সিরাজুল ইসলাম ও সদর ইউনিয়ন পরিষদ সচিব হারুন অর রশিদ প্রমুখ সহ এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচরী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।