নিউজ ডেস্ক:রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে অবিরত। কিন্তু বিগত পাঁচ বছরে সে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে পুঠিয়া দূর্গাপুরবাসী । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ সব রাস্তা-ঘাটের উন্নয়ন ও সংস্কার করতে চাই। পুঠিয়া দূর্গাপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই । আরও একবার আমাকে সুযোগ দিন, উন্নয়নের ধারায় অংশগ্রহণ করুন। উপভোগ করুন উন্নত পুঠিয়া দূর্গাপুরের সকল সুবিধা।
২২ ডিসেম্বর (শুক্রবার) পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে দুইবারের এমপি থাকাকালীন আমি পুঠিয়া দূর্গাপুরের বেশীরভাগ প্রত্যন্ত অঞ্চল সহ সব এলাকায় পাকা রাস্তা, বিদ্যুৎ সংযোগ, স্কুল, কলেজ, মসজিদ মাদ্রসা, মন্দির করে দিয়েছি। এগুলো বিগত পাঁচ বছরে কোন সংস্কার করা হয়নি। ফলে সব কিছুরই করুণ দশা। আমাকে এবার আপনারা নির্বাচিত করলে প্রথমে এগুলো সংস্কারের ব্যবস্থা করবো। বাকি কাজ গুলোও সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সেই সাথে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধেও গড়ে তুলবো কঠোর অবস্থান।
আমি অনুরোধ করছি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ, জেলা যুবলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিঠু, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী সুধীর চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ভালুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।