মোঃ ইউসুফ খান নীলফামারী জেলা সংবাদ দাতাঃনীলফামারী জলঢাকায় গত ১৪ জুন বুধবার সন্ধা ৭ঃ০০ঘটিকায় উপজেলার জলঢাকা বাসষ্টানে তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুই গ্রুপ পুর্নিমা ও নুপুর গ্রুপ। এদের কালেকশন নিয়ে দির্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছে এরমধ্যে টেংঙ্গনমারী বাজার নুপুর গ্রুপের আয়ত্বে জোরপুর্বক পুর্নিমা গ্রুপ কালেকশন করে নিয়ে আসে।
এরপর নুপুর হিজড়া মুঠোফোনে পুর্নিমা হিজড়ার সাথে কথা বললে পুর্নিমা হিজড়া নুপুর হিজড়াকে জলঢাকা বাসষ্টান আসতে বলে এবং বিভিন্ন হুমকি প্রদান করেন। নুপুর হিজড়া জলঢাকার স্থানীয় সন্তান সে তার নিজ আত্মীয়দের সাথে কথা বলে জলঢাকা বাসষ্টান আসেন।
এক পর্যায়ে দুই পক্ষের কথা কাটাকাটির মাঝে পুর্নিমা হিজড়ার দল ভারী হওয়ায় নুপুর হিজরার উপর ঝাপিয়ে পরে। নুপুর হিজরাকে হত্যা করার উদ্দেশ্যে তার গলায় ছুরি মেরে মাটিতে ফেলে পালিয়ে যায় প্রতিপক্ষ পূর্ণিমা হিজড়ার দল।
পরে নুপুর গ্রুপের আত্ম চিৎকার শুনে এলাকাবাসী আহত নুপুরকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নুপুর হিজড়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে নুপুর হিজড়ার সঙ্গীরা বলেন, বর্তমানে নুপুর আপা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন,মামলার প্রস্তুতি চলছে।