1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না : পরশ - dailybanglarpotro
  • July 27, 2024, 4:17 am

শিরোনামঃ
উত্তাল রাজশাহী অগ্নিসংযোগ,খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? ঠিকাদার এমদাদুল হকের কাছ থেকে ১১ লক্ষ টাকা ফেরত ফেতে আদালতের দ্বারস্থ হলেন হোসেন রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আলমগীরের প্রতিষ্ঠান ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব ১০ জুলাই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশকে ফাস করার দায়ে অভিযুক্ত দেশের সনামধন্য ৬ জন পিএসসির কর্মকর্তা নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম, কোয়েলসহ ৯ জন কারাগারে

নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না : পরশ

  • Update Time : Tuesday, September 26, 2023
  • 78 Time View

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না, সেইসঙ্গে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের দিবা স্বপ্নও কারও পূরণ হবে না। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহীতে মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, আমাদের চাওয়া উচিত কে আসছে নতুন নেতৃত্বে তা নয়, বরং চাওয়া হওয়া উচিত কেমন হবে নেতৃত্ব। আমরা এমন নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব জাতির জনকের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে নিতে চাই। এমন নেতৃত্ব না হলে আমাদের যে সামনে চ্যালেঞ্জ তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে গ্রুপিং না করে বরং আমাদের উচিত হবে আসল শক্রদের মোকাবিলা করার। আমারা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্ব আগামীর কঠিন সময় পার করার সঠিক নেতৃত্ব দিতে পারবে।

যুবলীগের চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সরকার যেসকল উন্নয়ন করেছে আপনাদের তালিকা ভুক্ত করে জনগণের কাছে প্রচার করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে আপনাদের। যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন তাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, যখন এ দেশের মানুষ একটু সুখ দেখতে শুরু করেছে, তখন একটি দল অবৈধভাবে ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে। এমন সময় সুবিধাবাদী রাজনৈতিক দল ক্ষমতায় আসতে মেতে উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

এর আগে বেলা ১২টায় পাঠান পাড়া ঈদগাহ ময়দানের পাশের রাস্তায় সমাবেশস্থলে বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। রাজশাহীতে জেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে পরিবর্তন আসেনি গত ২০ বছরে। আর মহানগরে ১৭ বছর যাবত একই নেতৃত্ব চলছে। নেতাকর্মীরা চাইছেন ৭ বছর পর হলেও এ দুইটি ইউনিটে নতুন নেতৃত্ব আসুক। সম্মেলন শেষে দুই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category