নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার সেজে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর কাউন্সিলর পদপার্থীকে প্রতারণা করায় প্রতারণাচক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।
নির্বাচন কমিশনার সেজে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর কাউন্সিলর পদপার্থীকে প্রতারণা করার অভিযোগে সংঘবদ্ধচক্রের মূল হোতা মো: গিয়াস উদ্দিন, পিতা: কবির আহাম্মদ, সাং-পুটিবিলা, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার-কে গ্রেফতার করেছে আরএমপি’র ডিবি পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ০৮/০৬/২০২৩ খ্রি. সকাল ৭:০৯ টায় ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: আরমান আলী (৫৫), পিতা: বেলু শেখ, সাং: রামচন্দ্রপুর খরবোনা, থানা: বোয়ালিয়া মডেল থানা, মহানগর, রাজশাহী-এর ০১৭১১৮১৯৬৩১ মোবাইল নম্বরে ০১৮৭৬৯৫৮০৩২ থেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) মো: আহসান হাবিব খানের পরিচয় দেন এবং নির্বাচন নিয়ে নানান কথাবার্তা বলেন। এরপর ওই প্রতারক ঐদিন পুনরায় মো: আরমান আলী-কে সকাল ৮:২৫ টায় ০১৮৭৬৯৫৯৭৩১ মোবাইল নম্বরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে কথা বলতে বলেন। প্রতারক ওই কাউন্সিলর প্রার্থীর নিকট টাকা দাবী করেন এবং তাদের সাথে যোগাযোগ না করলে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল তাঁর বিরুদ্ধে যাবে মর্মে হুমকি প্রদান করে। পরে প্রতারক ঐদিন পুনরায় যথাক্রমে সকাল ৮:২৯ ও ১১:১৩ টায় মোবাইলে ফোন করলে কাউন্সিলর পদপার্থী মো: আরমান আলী প্রতারণার বিষয়টি অনুধাবন করতে পেরে প্রতারকের ফোন রিসিভ করেননি। কাউন্সিলর পদপার্থী মো: আরমান আলী ও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, রাজশাহী জনাব মো: গোলাম মোস্তফার উক্ত অভিযোগে পরিপ্রেক্ষিতে ঘটনার দিনই এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়। জিডিগুলো হলো
১। বোয়ালিয়া থানার জিডি নং-৬০৬, তারিখ-০৮/০৬/২০২৩ খ্রিষ্টাব্দ
২। বোয়ালিয়া থানার জিডি নং-৬২২, তারিখ-০৮/০৬/২০২৩ খ্রিষ্টাব্দ।
এ প্রতারণার ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)-এর নেতৃত্বে এবং আরএমপি’র সাইবার ক্রাইমের সহযোগিতায় ডিবি’র একটি চৌকষ টিম উল্লিখিত প্রতারণা সংক্রান্তে সংঘবদ্ধচক্রকে উদঘাটনে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে। সে-সাথে পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য প্রতারক মো: গিয়াস উদ্দিন একের পর এক তার অবস্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে সংঘবদ্ধচক্রের মূল হোতা মো: গিয়াস উদ্দিন, পিতা: কবির আহাম্মদ, সাং-পুটিবিলা, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার-কে ঢাকার শেখের টেক হতে আরএমপি’র ডিবির টিম গ্রেফতার করে গতকাল ১৬ই জুন ২০২৩ খ্রিষ্টাব্দ রাত ১০:০০ রাজশাহীতে নিয়ে আসে। এ প্রতারণার দায়ে গ্রেফতারকৃত মো: গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মো: গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩টি প্রতারণা-সহ অন্যান্য আইনের মামলা রয়েছে। মামলাগুলো হলো;
১। ডিএমপি’ পল্টন থানার মামলা নং-১১, তারিখ-১০/০৭/২০২১ খ্রিষ্টাব্দ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪
২। কক্সবাজার জেলার মহেশখালী থানার মামলা নং-১০, তারিখ-২০/০৬/২০১২ খ্রিষ্টাব্দ, ধারা-৩০৭/১৪৩/৩২৩ /৩২৫/৩২৬/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড;
৩। কক্সবাজার জেলার মহেশখালী থানার মামলা নং-১৫, তারিখ-২৬/০৬/২০১২ খ্রিষ্টাব্দ, ধারা-৩০৭/১৪৩/৩৪১ /৩২৩/৩২৬/৩৭৯/১১৪ পেনাল কোড।
এ প্রতারণার দায়ে গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানার মামলা নং-১২, তারিখ-১৭/০৬/২০২৩ খ্রিষ্টাব্দ, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/৩৫ রুজু করা হয়েছে। সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।