জামালপুর প্রতিনিধি:-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী স্টেশন এলাকার সরিষাবাড়ী প্রেসক্লাব চত্তর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এ হামলা ও সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিঠু মিয়া, ফারুক হোসেন, লুৎফর রহমান ও নৌকার সর্মথক সাবেক কমিশনার বেলাল হোসেন, লুৎফর রহমান সহ ৪ জন আহত।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ঢাকা তেজগাঁও থানা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদের ট্রাক প্রতীকের সমর্থন করেন চক-হাটবাড়ি গ্রামের মিঠু মিয়া। এর জের ধরে নৌকার প্রার্থী কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের মৎস ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলালের সমর্থক সাবেক কমিশনার বেলাল হোসেন মিঠু মিয়াকে কুটু কথা বলেন। তারা সম্পর্কে (চাচা ভাতিজা)।
এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরোধ বাঁধে। এক পর্যায় সরিষাবাড়ী প্রেসক্লাব চত্তর প্রধান সড়কে দুই গ্রুপের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি ধাওয়া পাল্টা-ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ চলাকালে ট্রাক সমর্থক ফারুক হোসেনের উপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এই নিয়ে দুগ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে গুরুত্বর আহত অবস্থায় মিঠু মিয়াকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ ‘জানান, নৌকা সমর্থকরা তার কর্মী মিঠুকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেন। এছাড়া ফারুক হোসেনকে মারপিট করেছে। এঘটনায় আহত হয়ে মিঠু সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল জানান, ‘স্বতন্ত্র প্রার্থী লোকজন পরিকল্পিত ভাবে সাবেক কমিশনার বেলাল হোসেনের উপর আক্রমন চালায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুশফিকুর রহমান বলেন, নৌকা সর্মথক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।