নিউজ ডেস্ক: পল্টনে কোনো একটি নিউজের কাজ শেষ করে Rahmat Ullah প্রেসক্লাবে গিয়েছিল নামাজ ঘরে একটু বিশ্রাম নেয়ার জন্য। ক্লান্ত শরীর৷ তার মধ্যে রোজা। ঠিক তখনই প্রেসক্লাবের রিসিপশনে বসা ওই স্টাফ তাকে বাঁধা দেয়। তার কথা অযু করা যাবে না। নামাজ ঘরে ঢোকা যাবে না।
বলে নেই রহমতুল্লাহ দৈনিক আমার সংবাদ পত্রিকার রিপোর্টিং সেকশনে কাজ করছে। গুন্ডার কাছে তার পরিচয়ও নিশ্চিত করেছিল।
অযু শেষ করে নামাজ ঘরে ঢুকতেই সেই দালাল নামাজ ঘরে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
রহমত বলেছিল ভাই আমি খুবই ক্লান্ত। কিন্তু মাস্তানে বললো “তুই কার সাথে কথা বলতেছিস জানিস”। এরপর ধাক্কা দিয়ে বের করে জ*বাই করার হুমকিও দেয়!! কি আজব অবস্থা।
প্রেসক্লাবে তাহলে কি প্রেসক্লাব বিটের সাংবাদিকরা যাবে? আমার ভাইকে অপমান করার বিচার চাই.. প্রেসক্লাব কি সামবাদিক নাকি সাংবাদিকদের জন্য জানতে চাই?