মো: মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে তেতুলিয়ায় উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন র্যালি আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মোঃ শওকত আলী মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু,উপজেলা আওয়ামীলীগের লীগের সহ-সভাপতি জুলফিকার আলী জুয়েল, সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন মুসা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জহিরুল আলম জুয়েল, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, বাবুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক দোলেয়ার হোসেন লিখন,
উপজেলার ছাত্রলীগের সভাপতি আসফাকুর রহমান সোহান , সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান, সদর যুবলীগের সভাপতি মোঃ আবু সাঈদ সহ উপজেলা সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক গন এসময় উপস্থিত ছিলেন ।