তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:নাটোরের বড়াইগ্রামে আল আরাফা জেনারেল হাসপাতাল ও অনুভব হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
শনিবার দুপুরে উপজেলা বনপাড়া পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নাটোর কার্যালয় সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এই অভিযান পরিচালনা করেন।
এসময় আল আরাফা জেনারেল হাসপালকে নয় হাজার টাকা ও অনুভব হাসপাতালে চার হাজার টাকা জরিমানা করেন।
মেহেদী হাসান তানভীর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই দুইটি হাসাপাতালে অভিযান পরিচালনা কালে ফার্মেসী থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
এ সময় আল আরাফা জেনারেল হাসপালকে নয় হাজার টাকা ও অনুভব হাসপাতালে চার হাজার টাকা জরিমানা এবং প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।
তিনি আরো বলেন, এই মেয়াদোত্তীর্ণ ঔষধ জরুরী বিভাগের কোন প্রয়োগ করা হলে সাথে সাথে রুগি মারা যাবে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”