তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:নাটোরে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। আজ বুধবার সকালে দিনটি উৎযাপন উপলক্ষে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজ চত্বর থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কলেজের ছাত্রীরা বাসন্তি রংয়ের শাড়ি পড়ে নানা সাজে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। বসন্ত বরণে শিক্ষাথীরা নানা রংয়ে সেেজ ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। এসময় শক্ষর্ািথীরা হাতে ফুল ও মাথায় ফুলের তোরা দিয়ে নিজেকে সাজিয়ে তোলেন। এসময় কলজে চত্ত্বরে এক উৎসব মুখর পরবিশেরে সৃষ্টি হয়। কলেজ চত্বর থেকে বাদ্য যন্ত্র বাজিয়ে নেচে গেয়ে বের হওয়া শোভাযাত্রাটি গুরুত্বপুর্ন এলাকা ঘুরে কলেজের বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতকি অনুষ্ঠানরে আয়োজন করা হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফসের আব্দুল বারী সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বসন্তের প্রথম দিনের সাথে পালন করা হচ্ছে ভালবাসা দিবস ও সরস্বতি পূজা।