মেহেরুল ইসলাম মোহন নাটোর:নাটোরের বাগাতিপাড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়া (২৩)কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(৪ঠা জানুয়ারি-২৪)সন্ধ্যার পর বাগাতিপাড়া উপজেলার তালতলা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটকককৃত ইয়াহিয়া উপজেলার তালতলা ফকিরপাড়া এলাকার সলিমুদ্দিনের ছেলে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়,ইয়াহিয়া বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী প্রচারণাসহ নাশকতা ঘটাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার আটকের বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলার আমির আফজাল হোসেন নিশ্চিত করেন। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তাকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। কাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।