এসএম রুবেল ব্যুরো চীফ, রাজশাহী বিভাগ: রাজশাহীর উপশহর থেকে পাকিস্তানি রিভলবার ৩ রাউন্ড গুলি ক্রিস্টাল আইস-৫০গ্রাম,ইয়াবা-১৪৪ পিস ও প্রাইভেটকার সহ চালিয়ে যেত বহুদিন যাবত গোপন তথ্যের ভিত্তিতে হাতে নাতে কুখ্যাত পিস্তল ও মাদক ব্যবসায়ী মজনু আহমেদ’কে গ্রেপ্তার করেছে ৱ্যাব-৫ সদর রাজশাহী।
র্যাব-৫ রাজশাহী এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১০-৯-২০২৩ র্যাব -৫ এর অধিনায়কের নির্দেশক্রমে গোপন সংবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি চৌকস টিম কর্তৃক রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার উপশহর মডেল প্রাইমারি স্কুলের তিন রাস্তার মোড় এলাকা থেকে মোঃ মজনু আহমেদ (৪০), পিতা মোঃ মোকসেদ আলী, সাং: লক্ষ্মীপুর থানা: চারঘাট জেলা: রাজশাহীকে একটি বিদেশি রিভলবার, তিন পিস গুলি ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার সহ আসামিকে আটক করা হয়।
র্যাব -৫ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীকে অস্ত্র,গুলি, ইয়াবা ও মাদক সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত উদ্ধারকৃত মাদক ও অস্ত্র ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত উক্ত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানা, আরএমপি তে হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাব, ৫-রাজশাহী।