নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দূর্গাপুর সদরে জ্যােতি টেলিকম নামের একটি মোবাইলের দোকানের তালা ভেঙে সিসিটিভির মেশিন ও মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
জানাগেছে, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তালা মেরে দোকান মালিক জাস্টিজ আহম্মেদ বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা সিসিটিভির মেশিন ও র্যাকে থাকা মোবাইল সেট গুলো নেই।
জ্যােতি টেলিকমের মালিক জাস্টিজ আহম্মেদ জানান, তার দোকানে নিরাপত্তার জন্য ব্যাবহার করা সিসিটিভির মেশিন ও বিভিন্ন ব্যান্ডের মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, জ্যােতি টেলিকমে চুরির ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।