স্টাফ রিপোর্টারঃরাজশাহীর দূর্গাপুরে রবিবার সকাল সাড়ে ১০ টার সময় ১২ মে স্থান উপজেলা পরিষদ সভাকক্ষে
বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ এবং তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও স্বীকৃতি প্রামানিক দূর্গাপুর, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুমন চৌধুরী দূর্গাপুর, রাজশাহী, হাসানুল জাহিদ (উইএইচএন্ডএফপিও) ডাঃ আঈশা নুসরাত জাহান মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) কুন্তলা ঘোষ কৃষি অফিসার, সাখাওয়াত হোসেন পরিসংখ্যান অফিসার, মাহিদুল ইসলাম একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাইফুল ইসলাম সহকারী প্রকৌশলী, আমিরুল ইসলাম মৎস্য কর্মকর্তা, আসাদুজ্জামান উপজেলা শিক্ষা অফিসার, ফাতেমা খাতুন মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,বাবুল হক উপজেলা হিসাবরক্ষণ অফিসার, দূর্গাপুর, রাজশাহী।
আয়োজনে উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়, দূর্গাপুর, রাজশাহী।