স্টাফ রিপোর্টার:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বন্যার্ঢ্য র্যালি ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,
অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক ও সুধীজন।
এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।