সোহানুর রহমান সোহানঃরাজশাহীর দূর্গাপুরে আজ সকাল সাড়ে ৯ টার সময় স্থান উপজেলা পরিষদের সভাকক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। দূর্গাপুর উপজেলায় মোট ৩১২ টা ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের ১৫৯ টি উপজেলায় মোট ৩৯৩৬৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি মাননীয় বিভাগীয় কমিশনার, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল জেলা প্রশাসক, রাজশাহী। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ দূর্গাপুর, সাজেদুর রহমান মিঠু মেয়র দূর্গাপুর পৌরসভা রাজশাহী।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, দূর্গাপুর উপজেলা ভূমি অফিসার কৃষ্ণ চন্দ্র, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মকলেছুর রহমান, এটিও লায়লা আন্জুম, দিল আফরোজ টিও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম বি,আর,ডি,বি, অধ্যক্ষ আঃ আজিজ দূর্গাপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ আঃ রব দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাক্তিবুল ইসলাম প্রধান শিক্ষক সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ ছাত্র ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজনে উপজেলা প্রশাসন দূর্গাপুর, রাজশাহী।