স্টাফ রিপোর্টার:রাজশাহীর দূর্গাপুরে সোমবার সকাল ১১ টার সময় ইংরেজি ২২ জানুয়ারি ২০২৪ তারিখে উপজেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন এবং দূর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগনের সাথে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ৫৬ রাজশাহী ৫ (পুঠিয়া দূর্গাপুর) উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ দারা ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, রাজশাহী।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল করিম দূর্গাপুর রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ দূর্গাপুর, আব্দুল মান্নান ফিরোজ সভাপতি দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ, আজাহার আলী সভাপতি দূর্গাপুর পৌরসভা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ দূর্গাপুর পৌরসভা আওয়ামী লীগ।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র উপজেলা পরিষদ দূর্গাপুর রাজশাহী। দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম, মাসুক ই মোহাম্মদ সহকারী প্রকৌশলী উপজেলা পরিষদ, মাহাবুবা খাতুন পিআইও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা পরিষদ, কুন্তলা ঘোষ কৃষি অফিসার, শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ, সাইফুল ইসলাম উপজেলা প্রকল্প কর্মকর্তা পজিপ, বিআরডিবি মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, টিএসও মাহাবুবা আক্তার, রুহুল আমিন যুব উন্নয়ন কর্মকর্তা,নজরুল ইসলাম দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, আমিরুল ইসলাম মৎস্য কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও দূর্গাপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা পরিষদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী।