স্টাফ রিপোর্টার:” নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ”
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে (২৪-৩০ জুলাই) পর্যন্ত ৭ দিন ব্যাপী প্রশিক্ষন কর্ম সূচি, মাছের পোনা অবমুক্ত করন, পুকুর পরিদর্শন সহ বিভিন্ন আয়োজনে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।
রাজশাহীর দূর্গাপুরে জাতীয় মৎস্য -২০২৩ উদযাপন উপলক্ষে ৩০/০৭/২০২৩ তারিখ রবিবার ১২ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণ চন্দ্র সহকারী কমিশনার ভূমি উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী।
সাথে ছিলেন দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও দূর্গাপুর পৌরসভার, মৎস্য ব্যবসায়ী, মৎস্য চাষি, ফিস ফিট মিলের মালিকগন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আমিরুল ইসলাম দূর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা। মিজানুর রহমান, দূর্গাপুর উপজেলা মৎস্য অফিস, বাস্তবায়নে ঃ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দূর্গাপুর, রাজশাহী।